বুড়িচংয়ে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো কুমিল্লার বুড়িচং উপজেলাতেও উদযাপিত হয়েছে জাতীয় সমবায় দিবস।

বুড়িচংয়ে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

বুড়িচং কুমিল্লা প্রতিনিধি:“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো কুমিল্লার বুড়িচং উপজেলাতেও উদযাপিত হয়েছে জাতীয় সমবায় দিবস। 

এ উপলক্ষে শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় বুড়িচং উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কৃষি দপ্তরের প্রশিক্ষণ হল রুমে আলোচনা সভায় মিলিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোঃ কবির হোসেন ভূইয়া এবং পরিচালনা করেন আলো সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির প্রধান নির্বাহী আশিষ চন্দ্র।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার মোঃ মীর হোসেন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোঃ রাসেল সারওয়ার।

এছাড়া বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আতিকুর রহমান, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ জনি পাল, সহকারী সমাজসেবা কর্মকর্তা আবদুল মান্নান, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম এবং সহকারী সমবায় পরিদর্শক মাহমুদা আক্তার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা সমবায় কর্মকর্তা শহিদুল হক, আনসার ভিডিপি কর্মকর্তা আজহার, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মোশারফ হোসেন, বিএনপির উপজেলা প্রচার সম্পাদক নাজির মাহমুদ ভূইয়া নছির, অগ্রণী দুগ্ধ সমবায় সমিতির সভাপতি গিয়াস উদ্দিন, সমবায়ী আবুল বাশার ও সফিকুর রহমান প্রমুখ।

আলোচনা শেষে জাতীয় সমবায় দিবসের তাৎপর্য তুলে ধরে অতিথিরা সমবায়ের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে সকলে মিলেমিশে কাজ করার আহ্বান জানান।