চাঁপাইনবাবগঞ্জ সদর–৩ আসনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ সদর–৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত এমপি পদপ্রার্থী জননেতা মো. হারুনুর রশীদ

চাঁপাই প্রেস ডেস্ক:আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ সদর–৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত এমপি পদপ্রার্থী জননেতা মো. হারুনুর রশীদ জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত প্রধান রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর ১ টায় মনোনয়নপত্র সংগ্রহকালে তার সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং নেতাকর্মীরা তাঁর প্রতি সমর্থন ও একাত্মতা প্রকাশ করেন।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে মো. হারুনুর রশীদ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন। নির্বাচিত হলে তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর–৩ আসনের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জনগণের সার্বিক কল্যাণে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সদর উপজেলা চেয়ারম্যান তসিকুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম,যুবলীগের আহ্বায়ক তাবিউল ইসলাম তারিফ,স্থানীয় নেতৃবৃন্দ তার প্রার্থিতাকে স্বাগত জানিয়ে আসন্ন নির্বাচনে বিজয়ী করতে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার করেন।




