নিয়ামতপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ।" এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‍্যালি বের হয়ে আলোচনা সভায় মিলিত হয়

নিয়ামতপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

তৈয়বুর বহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ"দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ।" এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‍্যালি বের হয়ে আলোচনা সভায় মিলিত হয়। 

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের সহযোগীতায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, ডিজিএম মেসবাহুল হক, সমাজসেবা কর্মকর্তা সাদিকুর রহমানসহ বিভিন্ন দপ্তর প্রধান, গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

আলোচনায় বক্তারা বিদেশ গমন ব্যক্তিদের কোন ঝামেলা ছাড়া, দালাল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গহন করার জন্য সাইকে অবগত করেন।