চাঁপাইনবাবগঞ্জ জেলায় এবার ১৫৮টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা

চাঁপাইনবাবগঞ্জ জেলায় এবার ১৫৮টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

চাঁপাইনবাবগঞ্জ জেলায় এবার ১৫৮টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা

চাঁপাইনবাবগঞ্জ জেলায় এবার ১৫৮টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

এর মধ্যে সদর উপজেলায় ৬২, শিবগঞ্জে ৪৬, গোমস্তাপুরে ৩২, নাচোলে ১৫ ও ভোলাহাটে ৩টি পূজামণ্ডপ রয়েছে। শুক্রবার ছিল ষষ্টিপূজা। মণ্ডপগুলোয় ভক্তদের আনাগোনা শুরু হয়ে গেছে। পূজা অর্চনা আর আরাধনার মধ্যে দিয়ে চলছে উৎসব। উৎসবকে নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মণ্ডপগুলোতে সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার ষষ্টি পূজার মাধ্যমে এ উৎসবের সূচনা হয়।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক ডাবলু কুমার ঘোষ বলেন-পূজার প্রস্তুতি শেষ হয়েছে, এখন চলছে দেবীর আরাধনা।

অন্যদিকে গোমস্তাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন সাহা বলেন, ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মণ্ডপে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবকরা কাজ করছে। জেলার পূজা মণ্ডপগুলো আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে আনসার-ভিডিপি সদস্যদের পাশাপাশি প্রতিটি ইউনিয়নের বীট অফিসারদের নেতৃত্বে পুলিশ মোতায়েন থাকবে।