চাঁপাইনবাবগঞ্জে শব্দ সচেতনামূলক প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জে শব্দ সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে শব্দ সচেতনামূলক প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জে শব্দ সচেতনামূলক প্রশিক্ষণ হয়েছে। 'শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প'-পরিবেশ অধিদপ্তর এর আওতায় বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ১০টায় কালেক্টরেট চত্বরের বঙ্গবন্ধু মঞ্চে-এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার(অর্থ ও প্রশাসন) আবুল কালাম সাহিদ, সিভিল সার্জন ডাঃ এসএম মাহমুদুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সামাদসহ অন্যরা। জেলা কালচারাল অফিসার ড. ফারুকুর রহমান ফয়সালের সঞ্চালনায় প্রশিক্ষণে স্বাগত বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো:- মিজানুর রহমান।

জেলা প্রশাসন, চাঁপাইনবাবগঞ্জের সার্বিক সহযোগিতায় আয়োজিত দেড় ঘন্টাব্যাপী এ প্রশিক্ষণে পরিবেশ অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ আবেদ আলীসহ জেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করে।