খালেদা জিয়ার জন্য মঙ্গলবার সকালে আসছে এয়ার অ্যাম্বুল্যান্স

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য নির্ধারিত এয়ার অ্যাম্বুল্যান্স

খালেদা জিয়ার জন্য মঙ্গলবার সকালে আসছে এয়ার অ্যাম্বুল্যান্স
সংগ্রহীত ছবি

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য নির্ধারিত এয়ার অ্যাম্বুল্যান্সটি আগামীকাল মঙ্গলবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার অ্যাম্বুল্যান্স অবতরণ করবে। 

বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সাবেক এই প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ বিমানটি মঙ্গলবার সকাল ৮টায় ঢাকায় পৌঁছানোর অনুমতি পেয়েছে। 

বেবিচকের একজন দায়িত্বশীল কর্মকর্তা গতকাল গণমাধ্যমকে জানান, ‘বিমানটির মঙ্গলবার সকাল ৮টায় অবতরণের অনুমতি দেওয়া হয়েছে।

বর্তমানে শিডিউল অনুযায়ী, এটি প্রায় ১৩ ঘণ্টা পর রাত ৯টার দিকে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।’ 

তিনি জানান, তবে মেডিক্যাল টিমের মূল্যায়ন এবং রোগীর শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে উড্ডয়নের সময়সূচি পরিবর্তিত হতে পারে। এই এয়ার অ্যাম্বুল্যান্সটি জার্মানিভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপ থেকে আনা হচ্ছে। বিমানটি চার্টার করার ক্ষেত্রে কাতার সরকার পৃষ্ঠপোষকতা করছে।

সূত্র_কালের কন্ঠ