খালেদা জিয়ার কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে

বিএনপি সেই দল যারা স্বাধীনতার ডাক দিয়ে পালিয়ে যায়নি। অস্ত্র হাতে রণাঙ্গনে যুদ্ধ করেছে

খালেদা জিয়ার কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনে মনোনীত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি সেই দল যারা স্বাধীনতার ডাক দিয়ে পালিয়ে যায়নি। অস্ত্র হাতে রণাঙ্গনে যুদ্ধ করেছে। শত কষ্টের মধ্যেও এই দলের নেত্রী কখনো আত্মসমর্পণ করেননি।

গতকাল রবিবার রাতে দিনাজপুরের হিলিতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

ডা. জাহিদ বলেন, বেগম খালেদা জিয়া দেশ, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করেছেন। তার কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

তিনি বলেন, আল্লাহ যাকে মর্যাদা দেন, দুনিয়ার কোনো শক্তিই তাকে অপমানিত করতে পারে না। ইতিহাস সাক্ষী, যারা সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকেছেন, আল্লাহ তাদের সম্মান বহুগুণে বৃদ্ধি করেছেন। বেগম খালেদা জিয়া তেমনই একজন নেতা, যাকে দেশের মানুষ হৃদয়ের গভীর থেকে সম্মান করে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন সাবেক প্রধানমন্ত্রী নন, তিনি বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। স্বৈরাচারের বিরুদ্ধে আপসহীন আন্দোলন, জনগণের ভোটাধিকার রক্ষার সংগ্রাম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তার দৃঢ় অবস্থান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

ডা. জাহিদ হোসেন বলেন, আজ একটি মহল ষড়যন্ত্রের মাধ্যমে তার অবদান মুছে ফেলতে এবং তার নাম কলঙ্কিত করতে চায়। কিন্তু তারা ভুলে গেছে, আল্লাহ যাকে সম্মান দেন, দুনিয়ার কোনো ষড়যন্ত্রই তাকে হেয় করতে পারে না। মানুষের ভালোবাসাই প্রমাণ করে দেয় কে প্রকৃত নেতা।

তিনি বলেন, আমরা আজ এখানে কোনো ক্ষমতার জন্য নয়, কোনো ব্যক্তিগত স্বার্থের জন্যও নয়। আমরা এসেছি আমাদের নেত্রীর রুহের মাগফেরাত কামনা করতে। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার আদর্শে দেশ ও জাতিকে এগিয়ে নেওয়ার শক্তি আমাদের দান করেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন হাকিমপুর (হিলি) উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সিনিয়র সহ-সভাপতি শাহিন ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্নস্তরের নেতাকর্মীরা।সূত্র_বাংলাদেশ প্রতিদিন