গোমস্তাপুরে ডাকাতির অভিযোগে তিনজন গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়কে ডাকাতির অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ

গোমস্তাপুর প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়কে ডাকাতির ঘটনায় ৩ জন ও আদালতের গ্রেফতারী পরোয়ানাভুক্ত ২ জন মোট ৫ জনকে আটক করেছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার মোঃ রেজাউল করিম,বিপিএম-সেবা এর নির্দেশক্রমে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) রইস উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে গোমস্তাপুর থানা পুলিশের একটি চৌকষ দল গতকাল শুক্রবার (১৪ মার্চ) রাতে গোমস্তাপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন,লালচাঁদ,ওয়াসিম ও দেলোয়ার হোসেন। তাদের সকলের বাড়ি শিবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে। এছাড়া,আদালতের গ্রেফতারী পরোয়ানাভুক্ত দুইজনকে আটক করা হয়। তারা হলেন হেলালউদ্দিন ও রহমত আলী। দুই আসামীর বাড়ি গোমস্তাপুর উপজেলার বিভিন্ন এলাকায়।
আটককৃতদের শনিবার জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান,গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন।
উল্লেখ্য যে,গত মঙ্গলবার (১২ মার্চ) রাত ৯টার দিকে গোমস্তাপুর উপজেলার রহনপুর-আড্ডা আঞ্চলিক সড়কের নজরপুর এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে বলে স্থানীয় ও পুলিশ সূত্র নিশ্চিত করেছে। এ সময় ডাকাতরা ওই অটোরিকশার যাত্রীদের কাছে থাকা নগদ টাকা,মোবাইল ও সোনার অলংকার এবং অটোরিকশাটি ডাকাতি করে নিয়ে যায় ডাকাত দলেরা।