গোমস্তাপুরে ছেলে নিখোঁজ ১৩ দিন হলেও এখনো মিলেনি খোঁজ বাবা মায়ের আর্তনাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলা চৌডালা ইউনিয়নের তরিকুল ইসলাম এর ছেলে আজিম(১৪) গত ২৬ জুন সকাল সাড়ে সাতটার সময় চৌডালা সাহেবগ্রাম হাফেজিয়া মাদ্রাসার সামনে হইতে নিখোঁজ হয়

গোমস্তাপুরে ছেলে নিখোঁজ ১৩ দিন হলেও এখনো মিলেনি খোঁজ বাবা মায়ের আর্তনাদ

মো:সামিরুল ইসলাম: গোমস্তাপুর প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলা চৌডালা ইউনিয়নের তরিকুল ইসলাম এর ছেলে আজিম(১৪) গত ২৬ জুন সকাল সাড়ে সাতটার সময় চৌডালা সাহেবগ্রাম হাফেজিয়া মাদ্রাসার সামনে হইতে নিখোঁজ হয়। আজ ১৩ দিন হলেও ছেলে সন্তানের কোন খোঁজ না পেয়ে আজিম এর বাবা মা সন্তানের শোকে প্রায় পাগল হতে বসেছে।

এ সংক্রান্তে গোমস্তাপুর থানার গত ২৯ জুন একটি জিডি করা হয় যার নং-১৩৯৮,

এই বিষয়ে গোমস্তাপুর থানার (ভারপ্রাপ্ত) ওসি ওয়াদুদ আলম জানান বাচ্চাটিকে সন্ধানের কাজ আমরা চালিয়ে যাচ্ছি।

তাহার সন্ধান পাওয়া গেলে ডিউটি অফিসার গোমস্তাপুর থানা মোবাইল নং-০১৩২০-১২৫৬২৬ অথবা শিশুর পিতা তরিকুল ইসলাম মোবাইল নং-০১৭৩৯-১০৯৫৬৯ এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল।