রেমিট্যান্স যোদ্ধা স্বপন আলী লাশ হয়ে ফিরলেন বাড়িতে

ভাগ্য পরিবর্তনের আশায় পরিবার-পরিজন ছেড়ে দূর প্রবাসে পাড়ি জমিয়েছিলেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের স্বপন আলী। তবে আর পূরণ হলো না তার সেই স্বপ্ন

রেমিট্যান্স যোদ্ধা স্বপন আলী লাশ হয়ে ফিরলেন বাড়িতে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ভাগ্য পরিবর্তনের আশায় পরিবার-পরিজন ছেড়ে দূর প্রবাসে পাড়ি জমিয়েছিলেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের স্বপন আলী। তবে আর পূরণ হলো না তার সেই স্বপ্ন। মালয়েশিয়ার সেলেঙ্গর রাজ্যের জ্বালাং এয়ারপোর্ট এলাকায় কাজের সময় অসুস্থ হয়ে মারা গেছেন এই রেমিট্যান্স যোদ্ধা।

গত মঙ্গলবার (২১ অক্টোবর) মালয়েশিয়া সময় সকাল ১০টা এবং বাংলাদেশ সময় সকাল ৮টার দিকে রাস্তার ধারে গাছে পানি দেওয়ার কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন স্বপন আলী। তাৎক্ষণিকভাবে সাথে থাকা গাড়িচালক তাকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যান। তবে চিকিৎসাধীন অবস্থায়ই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৭ বছর।

স্বপন আলী চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর (সদর) ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গোপালনগর এলাকার মন্টু আলীর ছেলে।

নিহতের ছোট ভাই রিপন আলী জানান,স্বপন দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় কাজ করতেন। পরিবারের সচ্ছলতা আনতে তিনি অক্লান্ত পরিশ্রম করে আসছিলেন। কিন্তু হঠাৎ এভাবে চলে যাওয়ায় পরিবারটি ভেঙে পড়েছে।

শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০ টার দিকে তার মরদেহ নিজ বাড়িতে পৌঁছায়। পরে পারিবারিক কবরস্থানে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে পরিবারসহ সমগ্র এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।