চাঁপাইনবাবগঞ্জে আরও ১১ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে নতুন করে আরও ১১ জন আক্রান্ত হয়েছেন মঙ্গলবার সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে নতুন করে আরও ১১ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৪ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন নারী ও নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জনের দেহে ডেঙ্গু জ্বর শনাক্ত হয়েছে। আক্রান্তরা সবাই পুরুষ।
নতুন করে আক্রান্তদের মধ্যে দুজনের বাড়ি সদর উপজেলার দেবীনগর, একজনের ইসলামপুর, একজনের সুন্দপুর, একজনের বাড়ি শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর, একজনের কানসাট, একজনের দেওয়ানজায়গির, একজরে পূর্বশ্যামপুর, একজনের মনাকষা হাউসনগর এবং একজনের বাড়ি নাচোল উপজেলার আখিলা ও একজনের থানাপাড়া গ্রামে।
মঙ্গলবার সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত জেলায় ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৭২ জন এবং একই সময়ে ছাড়পত্র দেয়া হয়েছে ৩৫৩ জনকে। এর মধ্যে মঙ্গলবার ১২ জনকে ছাড়পত্র দেয়া হয়। ছাড়পত্রপ্রাপ্তদের মধ্যে ২৯২ জন পুরুষ এবং ৬১ জন নারী রয়েছেন। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে একজন নারীসহ ৯ জন, শিবগঞ্জে একজন নারীসহ ৮ জন এবং নাচোল ও ভোলাহাটে একজন করে জেলায় মোট ১৯ জন রোগী ভর্তি আছেন। ভর্তি থাকাদের মধ্যে ১৭ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন। এছাড়া একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে সিভিল সার্জন ডা. মাহমুদুর রশিদ জানিয়েছেন।