চাঁপাইনবাবগঞ্জবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানালেন ওবায়েদ পাঠান

বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়েদ পাঠান

চাঁপাইনবাবগঞ্জবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানালেন ওবায়েদ পাঠান

চাঁপাই প্রেস ডেস্ক:বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়েদ পাঠান।।

এক শুভেচ্ছা বার্তায় বলেন, ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। মুক্তিযুদ্ধ আমাদের অংহকার ও লাল-সবুজ, সার্বভৌমত্ব গৌরবের প্রতীক। বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় দিন। বীরের জাতি হিসেবে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন লাল সবুজের পতাকা,ভূখণ্ডের নাম জানান দেয় এই দিনটি।

বছর ঘুরে এই দিনটি এলেই বিজয় দিবস উদযাপনে মেতে উঠেন এই দেশের সর্বস্তরের মানুষ। এই দেশের মানুষ অহংকার, গর্ববোধ করে যে দিনটির জন্য, আজ সেই দিন ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। যে লক্ষ প্রাণের বিনিময়ে আমাদের স্বাধীনতা তার মান রাখতে আমরা সদা প্রস্তুত। শ্রদ্ধা জানাই সেই শহীদদের যাদের রক্তের বিনিময়ে আজ আমরা লাল সবুজের একটা পতাকা পেয়েছি। একটি স্বাধীন দেশ পেয়েছি।

আজ এই বিজয়ের আনন্দের দিনে গভীর কৃতজ্ঞতা ও পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। সাথে সাথে স্মরণ করছি দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী সকল বীর সন্তানদের। চাঁপাইনবাবগঞ্জবাসীসহ দেশ ও প্রবাসী বাংলাদেশীদের জানাই মহান বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা।

শুভেচ্ছা বার্তায় স্বাধীন বাংলাদেশ,সার্বভৌমত্বের প্রতীক,সাবেক সফল প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া কামনা করেন ওবায়েদ পাঠান