চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ দুইজন গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে ৭ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব

চাঁপাইনবাবগঞ্জে ৭ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন- জেলার সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত আনারুল ইসলামের ছেলে মো. আমিন (৩৮) ও কালীনগর ভবানীপুর গ্রামের শরিফুল ইসলাম মন্টুর ছেলে মো. মেহেদী হাসান নয়ন (২০)।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এই তথ্য জানিয়েছে।
র্যাব আরো জানায়, গত শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে জেলা কারাগারের সামনে অভিযান চালায় র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল। অভিযানে ৭ কেজি গাঁজাসহ মো. আমিন ও মো. মেহেদী হাসান নয়নকে গ্রেপ্তার করা হয়।
তাদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা রজু করা হয়েছে।