দুমকিতে আ'লীগের দুই নেতা আটক
পটুয়াখালীর দুমকিতে আ'লীগের সদস্য ও পাঙ্গাশিয়া ইউনিয়নের সাবেক সহ-সভাপতি মো. খবির উদ্দিন (৫০) ও আঙ্গারিয়া ইউনিয়ন আ'লীগের ৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া (৩৫) কে আটক করেছে পুলিশ।

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে আ'লীগের সদস্য ও পাঙ্গাশিয়া ইউনিয়নের সাবেক সহ-সভাপতি মো. খবির উদ্দিন (৫০) ও আঙ্গারিয়া ইউনিয়ন আ'লীগের ৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া (৩৫) কে আটক করেছে পুলিশ।
রবিবার (৯ইনভেম্বর)দিবাগত রাতে খবির উদ্দিনকে উপজেলা পরিষদের গেটের পূর্ব পাশের বাসা থেকে ও বাচ্চু মিয়াকে রবিবার থানা ব্রীজ এলাকা থেকে আটক করা হয়। পরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, ২০২২ সালে সারাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুমকিতে বিএনপির বিক্ষোভ চলাকালে উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।এরপর গত বছরের ৫ আগস্টের ছাত্র–জনতার গণঅভ্যুত্থানের পর ৭ নভেম্বর ২০২৪ তারিখে বিএনপি নেতা মো. মোর্তুজা বিল্লাহ বাদী হয়ে দুমকি থানায় মামলাটি দায়ের করেন। সেই মামলায় তাদেরকে আটক দেখানো হয়।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।




