নওগাঁয় গণমানুষের আওয়াজ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নওগাঁয় দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে

এবিএস রতন স্টাফ রিপোর্টার নওগাঁ:নওগাঁয় দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৯ শে মার্চ বিকেলে নওগাঁর ঐতিহ্যবাহী প্যারিমোহন লাইব্রেরী অডিটোরিয়ামে গণমানুষের আওয়াজ স্বজন সমাবেশ এর আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নওগাঁ জেলা সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সভাপতি মোফাজ্জল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন- নওগাঁ জেলার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিফাত হোসেন সবুজ, সহ-সভাপতি আশরাফুল নয়ন, যুগ্মসাধারণ সম্পাদক খোরশেদ আলম রাজু, সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন, নওগাঁ জেলা ডেকোরেটর সমিতির সাবেক সভাপতি রুহুল আমিন। দৈনিক আজকের দর্পণ পত্রিকার প্রতিনিধি ফয়সাল আহমেদ, দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার জেলা প্রতিনিধি জাহিদুল হক মিন্টু সহ সংবাদকর্মীরা।
এসময় বস্তুনিষ্ঠা সংবাদ প্রকাশে দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার ভূমিকা তুলে ধরার পাশাপাশি দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন সাংবাদিকরা।
দোয়া ও ইফতার শেষে কেক কেটে দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি জাহিদুল হক মিন্টুকে খাওয়াইয়ে দেয়ার মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর সমাপ্ত হয়