শিবগঞ্জে শিশু বিনোদন কেন্দ্র কিডস্ ল্যান্ড পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন
শিবগঞ্জ পৌর এলাকায় প্রথম স্থাপিত শিশু বিনোদন কেন্দ্র কিডস ল্যান্ড পার্ক
শিবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকায় প্রথম স্থাপিত শিশু বিনোদন কেন্দ্র "কিডস্ ল্যান্ড পার্ক" চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের পাশে সেলিমাবাদ এলাকায় শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
"কিডস ল্যান্ড পার্ক" এর সিইও শাহিন আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আফতাবুজ্জামান-আল-ইমরান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌফিক আজিজ, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার, সিনিয়র সাংবাদিক আহসান হাবিব সহ শিবগঞ্জ উপজেলার বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে পার্কটি উদ্বোধন করেন।