শিবগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার,স্বামী ও সতিন আটক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে রুলিয়ারা বেগম (৪৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

শিবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে রুলিয়ারা বেগম (৪৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৯ মার্চ) সকালে মনাকষা ইউনিয়নের একটি আমবাগানে আমগাছের ডালে পরনের শাড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
রুলিয়ারা ওই এলাকার রাজমিস্ত্রী শরিফুল ইসলামের প্রথম স্ত্রী ছিলেন। ঘটনার পর পুলিশ মৃতের স্বামী ও সতিন বেবী খাতুনকে (৪২) জিজ্ঞাসবাদের জন্য আটক করেছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রুলিয়ারাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী ও সতিনের বিরুদ্ধে। রুলিয়ার পাঁচ সন্তান রয়েছে।
সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য মফিজুল হক বলেন, ‘পারিবারিক কলহের জেরে স্বামী ও সতিন মিলে রুলিয়ারাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এসএম শাকিল হাসান বলেন,শনিবার ভোররাত ৩টার ঘটনাটি ঘটে।ভোর ৫টার পর ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পুলিশ নিজ ঘরে প্রথম স্ত্রীর স্বজনদের হাতে আটকাবস্থায় থাকা শরিফুলকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। তাকে থানায় আনার পথে দ্বিতীয় স্ত্রী বেবি খাতুনও আত্মরক্ষার্থে স্বামীর সাথে আসেন। পরে তাকেও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়।
প্রাথমিক জিজ্ঞাসবাদে তারা দাবি করেছেন যে, ওই দিন নারায়রগঞ্জ থেকে ঈদ করতে বাড়ি ফেরার পর দ্বিতীয় স্ত্রীর ঘরে উঠায় অভিমানে রুলিয়ারা আত্মহত্যা করেন। শনিবার দুপুরে বাড়ির প্রায় আড়াই শ গজ দূরের আমবাগান থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। মরদেহের গলায় কালশিরা দাগ এবং কোমরের নিচে দুই পায়ে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।