বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন শাহিন
জনপ্রিয় চাঁপাই প্রেস নিউজ পোর্টালের প্রধান উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ জর্জ কোর্টের এ্যাডভোকেট-মোঃ শাহিনুর রহমান শাহিন। বাংলা নববর্ষ-১৪৩২ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদন:জনপ্রিয় চাঁপাই প্রেস নিউজ পোর্টালের প্রধান উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ জর্জ কোর্টের এ্যাডভোকেট-মোঃ শাহিনুর রহমান শাহিন। বাংলা নববর্ষ-১৪৩২ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। এ উপলক্ষে তিনি সবার সুখ,শান্তি,সমৃদ্ধি ও অনাবিল মঙ্গল কামনা করেন।
এক শুভেচ্ছা বার্তায় শাহিনুর রহমান শাহিন বলেন,বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ ও চিরন্তন প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বাংলা নববর্ষের উৎসব একটি অসাম্প্রদায়িক,অন্তর্ভুক্তিমূলক ও সর্বজনীন উৎসব। আবহমান কাল থেকে বাঙালি জাতি নিজস্ব ঐতিহ্য,সংস্কৃতি,রীতি-নীতি ও বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপন করে আসছে। এর সঙ্গে রয়েছে ক্ষুদ্র-নৃগোষ্ঠীসহ বাংলাদেশের সব ধর্ম,বর্ণ ও গোষ্ঠীর নিবিড় সম্পর্ক। পহেলা বৈশাখ সব শ্রেণি, পেশা ও বয়সের মানুষের মাঝে নতুন প্রাণের সঞ্চার ঘটায়। নববর্ষের প্রেরণায় মানুষে মানুষে গড়ে ওঠে সাম্য,সৌহার্দ ও সম্প্রীতি। বাংলা নববর্ষ-১৪৩২ সবার জীবনে আরও সমৃদ্ধি বয়ে আনবে।