‎নবীগঞ্জে এসিল্যান্ড পদে রদবদল 

প্রায় তিন বছর দায়িত্ব পালনের পর নবীগঞ্জ থেকে বিদায় নিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীন দেলোয়ার। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে যোগদান করেছেন প্রত্যয় হাশেমী

‎নবীগঞ্জে এসিল্যান্ড পদে রদবদল 

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি: ‎হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) পদে রদবদল হয়েছে। প্রায় তিন বছর দায়িত্ব পালনের পর নবীগঞ্জ থেকে বিদায় নিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীন দেলোয়ার। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে যোগদান করেছেন প্রত্যয় হাশেমী।

‎২০২২ সালের ২৯ আগস্ট নবীগঞ্জ উপজেলায় এসিল্যান্ড হিসেবে যোগ দেন শাহীন দেলোয়ার। দীর্ঘ এই সময়কালে তিনি ভূমি ব্যবস্থাপনা, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, অবৈধ দখল উচ্ছেদ, রাজস্ব আদায়সহ নানা প্রশাসনিক কাজে সক্রিয় ভূমিকা রাখেন। একইসঙ্গে সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে জনপ্রশাসনের একজন মানবিক কর্মকর্তা হিসেবে স্থানীয়দের মাঝে পরিচিত হয়ে ওঠেন তিনি।

‎২০২৫ সালের ২৪ আগস্ট আনুষ্ঠানিকভাবে নবীগঞ্জ থেকে বিদায় নেন শাহীন দেলোয়ার। বিদায়ের দিন নিজের ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন - ২৯ আগস্ট, ২০২২ থেকে ২৪ আগস্ট, ২০২৫।

‎এসিল্যান্ড হিসেবে নবীগঞ্জ উপজেলায় কর্মকাল ৩ বছর (৪ দিন কম)। দীর্ঘ এই যাত্রায় জীবনে যোগ হয়েছে কত শত নতুন অভিজ্ঞতা, অসংখ্য স্মৃতি ও অগণিত মানুষের ভালোবাসা। বিদায়, প্রিয় নবীগঞ্জ। অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা নবীগঞ্জের সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি। আল্লাহ সকলের মঙ্গল করুন।

‎তিনি আরও জানান, পরবর্তী কর্মস্থল হিসেবে তিনি সিনিয়র সহকারী কমিশনার পদে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করবেন।

‎প্রশাসনিক কার্যক্রমে পেশাদারিত্ব এবং জনসেবামূলক কর্মকাণ্ডে সরাসরি সম্পৃক্ত থাকার কারণে তাঁর বিদায় নবীগঞ্জবাসীর মধ্যে আবেগঘন প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। স্থানীয়দের মতে, শাহীন দেলোয়ার শুধু একজন প্রশাসনিক কর্মকর্তা ছিলেন না,ছিলেন নির্ভরতার প্রতীক।

‎অন্যদিকে,নবাগত এসিল্যান্ড প্রত্যয় হাশেমী ২৫ আগস্ট (রোববার) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন বিদায়ী এসিল্যান্ডের কাছ থেকে। তিনি সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

‎৪০তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা প্রত্যয় হাশেমী সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার বাসিন্দা। দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন “নবীগঞ্জ উপজেলায় কর্মরত থেকে জনগণের সেবা নিশ্চিত করাই আমার প্রধান অগ্রাধিকার। এই লক্ষ্যে আমি সকলের সহযোগিতা কামনা করছি।

‎নতুন এসিল্যান্ডের আগমনে উপজেলায় ভূমি প্রশাসনের গতিশীলতা ও স্বচ্ছতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় প্রশাসন ও সুধীসমাজ।