ফেঞ্চুগঞ্জ সরকারী কলেজের নতুন প্রিন্সিপাল প্রফেসর গোলাম আহম্মদ খান

শিক্ষাবিদ প্রফেসর গোলাম আহন্মদ খান গত ১৭ এপ্রিল সিলেট জেলার ফেঞ্চুগন্জ সরকারী কলেজে প্রিন্সিপাল হিসেবে যোগদান করেন।

ফেঞ্চুগঞ্জ সরকারী কলেজের নতুন প্রিন্সিপাল প্রফেসর গোলাম আহম্মদ খান

সুজিত কুমার চক্রবর্তী, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ শিক্ষাবিদ প্রফেসর গোলাম আহন্মদ খান গত ১৭ এপ্রিল সিলেট জেলার ফেঞ্চুগন্জ সরকারী কলেজে প্রিন্সিপাল হিসেবে যোগদান করেন।

তিনি ১৯৯৩ সালে চতুর্দশ বিসিএস (সাধারন শিক্ষা) উত্তীর্ন হয়ে হবিগঞ্জ বৃন্দাবন সরকারী কলেজে অধ্যাপনা পেশায় যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন, সর্বশেষ সিলেট এমসি কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্বপালন করেন।

তিনি হবিগঞ্জ জেলার সদর উপজেলার পইল গ্রামের খান সাহেবের বাড়ির সম্ভ্রান্ত খান পরিবারের আব্দুল মজিদ খানের ছেলে। তার স্ত্রী ডাঃ নাইমুল জান্নাত কোরেশেী (ডিএইচএমএচ) সুনামগঞ্জ জেলা সদরের প্রখ্যাত হোমিও চিকিৎসক, ২ ছেলে যথাক্রমে খুলনা ইম্পেরিয়াল কলেজ অব ইঞ্জিন্নিয়ারিং এবং রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কলেজে অধ্যয়নরত, ৪ ভাইয়ের মধ্যে বড় ভাই গোলাম কিবরিয়া খান লন্ডন প্রবাসী, ছোট ভাই এডভোকেট গোলাম মোহান্মদ খান বিশিষ্ট আইনজীবি এবং মেজ ভাই গোলাম রব্বানী খান (স্বনামধন্য এনজিও ব্যাক্তিত্ব) বেসরকারী উন্নয়ন সংস্থা আশায় দীর্ঘদিন যাবত (জয়েন্ট ডেপুটি ডিরেক্টর, টাওয়ার এডমিন ইত্যাদি গুরুত্বপুর্ন পদে ) অত্যন্ত আস্থাভাজন ও নির্ভরযোগ্য ব্যাক্তি হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করছেন ।