সারাদেশে পুলিশের অভিযানে গ্রেফতার-১৭৫৪

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৭৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সারাদেশে পুলিশের অভিযানে গ্রেফতার-১৭৫৪
প্রতীকী ছবি

চাঁপাই প্রেস ডেস্ক:সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৭৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ২৪৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৫০৮ জন। মোট গ্রেফতার করা হয়েছে ১ হাজার ৭৫৪ জনকে।

এছাড়াও, অভিযানে উদ্ধার করা হয়েছে— ১টি দেশীয় ওয়ান শুটার গান, ১টি দেশীয় একনলা বন্দুক, ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড কার্তুজ, ৩ রাউন্ড গুলি, ১টি বার্মিজ চাকু, ১০টি চাকু, ১টি দা ও ১টি চাইনিজ কুড়াল।

পুলিশের এই বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছে সদর দপ্তর।