হবিগঞ্জে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত-১ আহত-১
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অলি চৌধুরী (৪৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে
 
                                স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অলি চৌধুরী (৪৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহিদ মিয়া (৩০) নামে অপর একজন গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৪ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার রাইয়াপুর গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত অলি চৌধুরী রাইয়াপুর গ্রামের রঙ্গ চৌধুরীর ছেলে। আহত আহিদ মিয়া একই উপজেলার কাদিপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা গেছে, রাইয়াপুর বড় বাড়ি জামে মসজিদের পাশে অবস্থিত একটি পুরনো জাম গাছে অলি চৌধুরী ও আহিদ মিয়া জাম পাড়ার জন্য উঠেন। এ সময় গাছের ডালে লেগে থাকা বৈদ্যুতিক তারে অসাবধানতাবশত স্পর্শ করলে হঠাৎ দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন দৌড়ে এসে গাছ থেকে নামিয়ে দ্রুত নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক অলি চৌধুরীকে মৃত ঘোষণা করেন। আহত আহিদ মিয়াকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে হস্তান্তর করা হয়েছে। আহত ব্যক্তির চিকিৎসা সিলেটে চলছে।
 
                        



 
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
 
    
 
    
 
    
 
    
 
    
                                        
                                     
    
 
    
 
    
 
    
