চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ একজন গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তি হলেন:চাঁপাইনবাবগঞ্জের চর শেখালীপুর ডোডাপাড়ার মৃত নুরূল ইসলামের ছেলে আব্দুর রশিদ (২৭)
জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র এক প্রেসনোটে রবিবার রাতে জানানো হয়:চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ রেজাউল করিম,বিপিএম-সেবা এর নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহিন আকন্দ এর সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এসআই ফয়সাল হাসান এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ (গতকাল ৪ অক্টোবর) শনিবার বিকালে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের রানীহাটি ইউনিয়নের চক আলমপুর ঈদগাহ্ মাঠ রাস্তায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১০০গ্রাম হেরোইনসহ রশিদকে গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।