জাতীয় নির্বাচন ও গণভোট প্রচারে চাঁপাইনবাবগঞ্জে সভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচার উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে সরকারি কর্মকর্তাদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে

জাতীয় নির্বাচন ও গণভোট প্রচারে চাঁপাইনবাবগঞ্জে সভা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচার উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে সরকারি কর্মকর্তাদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংস্কার ও গবেষণা অণুবিভাগের অতিরিক্ত সচিব এ এন এম মঈনুল ইসলাম। সভায় আরো উপস্থিত ছিলেন— রাজশাহী বিভাগীয় অতিরিক্ত কমিশনার ও সরকারের যুগ্ম সচিব মোহাম্মদ হাবিবুর রহমান।

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. শাহাদাত হোসেন মাসুদের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন, জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জল কুমার ঘোষ, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মশিউর রহমানসহ অন্যরা।

সভার পর অতিরিক্ত জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে জেলা প্রশাসনের মুখপাত্র অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাকিব হাসান তরফদার গৌড় বাংলাকে বলেন, অতিরিক্ত সচিব স্যার মূলত গণভোটের ব্যাপক প্রচারের ওপর গুরুত্বারোপ করেছেন। সভায় সরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করেন বলে তিনি জানান।