চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

শিবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামির নাম মিলন বাবু ওরফে মিলন মিয়া। তিনি শিবগঞ্জ উপজেলার যুক্ত রাধা কান্তপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে এবং লতিফা বেগমের পুত্র।

মামলার বিবরণে জানা গেছে, গত ২৮ এপ্রিল ২০২৫ ইং তারিখে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সরণির ৮ (গ) ধারায় দোষী সাব্যস্ত করে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। একইসঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ধরা পড়ে মিলন বাবু। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।