শিবগঞ্জে ফেন্সিডিলসহ একজন গ্রেফতার
একটি পুকুরে লুকানো অবস্থায় ২টি প্লাস্টিকের বস্তায় ফেনসিডিল উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রানীহাটি এলাকায় অভিযান চালিয়ে ৩০৯ বোতল ফেনসিডিলসহ মো. সাকিব (৪৯) নামের একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার সাকিব নয়ালাভাঙ্গা চাচড়িপাড়া গ্রামের ছাম মোহাম্মদ আলীর ছেলে।
গত রবিবার দিবাগত রাত পৌনে ২টায় র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল এই অভিযান চালায়। সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব বিষয়টি জানিয়েছে।
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব আরো জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকের একটি বড় চালান সরবরাহ করার খবর পেয়ে র্যাবের আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক রানীহাটি এলাকায় অভিযান চালায়। সেখানে সরবরাহের সময় ১০০ বোতল ফেনসিডিলসহ সাকিবকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার দেয়া তথ্যমতে নিকটবর্তী একটি পুকুরে লুকানো অবস্থায় ২টি প্লাস্টিকের বস্তায় আরো ২০৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ব্যাপারে জেলার শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।