কবর থেকে মানুষ যেমন ফেরে না-শেখ হাসিনাও রাজনীতিতে ফিরবেন না

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, মৃতদেহ যেমন কবর থেকে ফিরতে পারে না, শেখ হাসিনাও কোনোদিন বাংলার রাজনীতিতে ফিরতে পারবেন না।

কবর থেকে মানুষ যেমন ফেরে না-শেখ হাসিনাও রাজনীতিতে ফিরবেন না
সংগ্রহীত ছবি

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, মৃতদেহ যেমন কবর থেকে ফিরতে পারে না, শেখ হাসিনাও কোনোদিন বাংলার রাজনীতিতে ফিরতে পারবেন না।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ১০টার দিকে ময়মনসিংহের গৌরীপুরের মধ্য বাজারের বাংলাদেশ খেলাফত মজলিসের জনসভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি আব্দুল হান্নান। সভায় স্থানীয় ও জেলা নেতারা বক্তব্য দেন।

মামুনুল হক বলেন, ছাত্ররা তাদের ন্যায্য দাবির জন্য আন্দোলন করতে চাইলে রাজাকার বলে গালি দেওয়া হয়। আর তখনই শেষ পেরেকটা ঠুকে দেওয়া হয়। আওয়ামী লীগ নেতাদের বলি, ওই মহিলার বাংলার মাটিতে ফিরে আসার দুঃস্বপ্ন আর দেখবেন না। যদি আপনারা শান্তি আর জাতির কল্যাণে অবদান রাখতে চান, তাহলে জুলাই বিপ্লবের সময় আমার দামাল ছেলেদের খুন করা আপনাদের গুণ্ডা বাহিনী, ২০১৩ সালে শাপলা চত্বরে নবী প্রেমিক হেফাজতের আলেম-ওলামাদের শহীদ করেছে সেসব খুনি-মাস্তানদের পরিত্যাগ করেন। ভালো যারা আছেন তারা দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে শামিল হয়ে দেশের কল্যাণে নিবেদিত হন।

মামুনুল বলেন, আগামীর নতুন বাংলাদেশের জন্য জুলাই বিপ্লবে সহস্রাধিক মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আমি প্রশ্ন করতে চাই—জুলাই যোদ্ধা যারা রক্ত-জীবন দিয়ে বাংলার মাটিকে ফ্যাসিবাদ মুক্ত করল, বিদেশি আধিপত্যবাদ থেকে মাটির সোনার মানুষকে মুক্ত করল, আমরা কী সেই শহীদদের ভুলে যেতে পারি? তাদের রক্তের সঙ্গে গাদ্দারি করতে পারি? এজন্য আমরা শুরু থেকেই বলছি, জুলাই বিপ্লবকে রাজনীতিতে যুক্ত করতে হলে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।

হিন্দু সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলেন, আগামী দিনে যদি খেলাফত মজলিস ক্ষমতায় যেতে পারে তাহলে সংখ্যালঘুরা নিরাপদে ব্যবসা-বাণিজ্যসহ সবকিছুই করতে পারবেন।

চাঁপাই প্রেস/সূত্র_কালবেলা