বুড়িচংয়ে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থদেরকে জসিম উদ্দিনের আর্থিক সহায়তা প্রদান
কুমিল্লার বুড়িচং উপজেলা সদর ইউনিয়নের আরাগ আনন্দ পুর উঃ পাড়া বড় বাড়িতে আজ শুক্রবার ১০ অক্টোবর ভোরে আগুন লেগে ৪ বসতঘর ছাঁই হয়ে প্রায় ২০-২৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়

মোঃ আবদুল্লাহ বুড়িচং কুমিল্লা প্রতিনিধি:কুমিল্লার বুড়িচং উপজেলা সদর ইউনিয়নের আরাগ আনন্দ পুর উঃ পাড়া ( বড় বাড়িতে) আজ শুক্রবার ১০ অক্টোবর ভোরে আগুন লেগে ৪ বসতঘর ছাঁই হয়ে প্রায় ২০-২৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়।
শুক্রবার সন্ধ্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এসে দাঁড়ান বুড়িচং-ব্রাহ্মণপাড়া মাটি ও মানুষের নেতা, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির আহবায়ক ও কুমিল্লা-৫ থেকে বিএনপির মনোনীত প্রার্থী হাজী জসিম উদ্দিন জসিম।
অসহায় পরিবারের পাশে এসে সমবেদনা জানান তিনি ক্ষতিগ্রস্ত পরিবার কে ৮ বান টিন, নগদ অর্থ এবং ডেকোরেশন পুড়ে যাওয়া মালিক কে ২০ হাজার টাকা বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, আবু নাসের মুন্সি (সাংগঠনিক -২), উপজেলা বিএনপির সদস্য শরীফুল ইসলাম ভূইয়া,
উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবু জাহের শিপু,মোঃ মানিক, ইউনিয়ন বিএনপির নেতা ছিদ্দিকুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নজরুল ইসলাম ভুইয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব দেলেয়ার হোসেন দোলন,কুমিল্লা দঃ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও বিআর ডিবি চেয়ারম্যান কবির হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মিয়া মোহাম্মদ সোহাগ পারভেজ, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান, আবু মুসা, আনিছ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মহি উদ্দিন, উপজেলা ছাত্র দলের সভাপতি স্বপন আহমেদ পাখি, সদস্য সচিব ইকবাল হোসেন ভুইয়া,সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জামাল হোসেন শিকদার, সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল রানা।
ইউনিয়ন তাতীদলের সদস্য সচিব আমানউল্লাহ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এরশাদ, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হাশেম,সাধারন সম্পাদক অদুদ মিয়া, সিনিয়র সহ সভাপতি শুকুর মিয়া,ওয়ার্ড যুবদলের সভাপতি লিটন, সাধারণ সম্পাদক শিশুসহ নেতাকর্মী উপস্থিত ছিলেন।