জীবননগরে আন্ত:জেলা ডাকাত দলের সদস্য মোক্তার গ্রেফতার
জীবননগরে আন্ত:জেলা ডাকাত দলের সদস্য মোক্তার হোসেন(৪৫) কে জীবননগর থানা পুলিশ বৃহস্পতিবার বিকালে গ্রেফতার করে
মোঃ আসাদুজ্জামান আসাদ চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-জীবননগরে আন্ত:জেলা ডাকাত দলের সদস্য মোক্তার হোসেন(৪৫) কে জীবননগর থানা পুলিশ বৃহস্পতিবার বিকালে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মোক্তার হোসেন উপজেলার রায়পুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আবুল হোসেনের ছেলে এবং রায়পুর ইউনিয়ন যুবলীগের নেতা। তার বিরুদ্ধে জীবননগর থানা ও আশেপাশের জেলার বিভিন্ন থানায় সন্ত্রাসী ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।
জীবননগর থানা পুলিশ গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার দিকে কৃষ্ণপুর গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করেন।
স্থানীয় লোকজন জানান, মোক্তার হোসেন এক আতঙ্কের নাম। সে আওয়ামী লীগ আমলে বিভিন্ন অপকর্মের হোতা ছিল। এলাকায় ডাকাতি, চুরি, ছিনতাইয়ের পাশাপাশি খাল-বিল দখল করলেও আওয়ামী রাজনীতির সাথে জড়িত থাকার কারণে তাকে প্রশাসন ও এলাকার কেউ প্রতিহত করতে সাহস পেতো না।
জীবননগর থানার অফিসার ইনচার্জ(ওসি) সোলায়মান শেখ বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকতার অভিযোগে মোক্তার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।




