গোদাগাড়ীতে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ-প্রধান আসামী ইমরান গ্রেফতার

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামী গ্রেফতার

গোদাগাড়ীতে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ-প্রধান আসামী ইমরান গ্রেফতার

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামি ইমরানকে (২৬) গ্রেপ্তার করেছে র‍্যাব-৫

রবিবার (৩১ আগস্ট) দিবাগত রাত তিনটায় শরিয়তপুর জেলার মধ্য পালং নামক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।তিনি গোদাগাড়ী উপজেলার হরিশংকরপুর গ্রামের মো. আনারুল ইসলামের ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, ছয় মাস আগে ভিকটিমকে স্বামী তালাক দিলে তিনি প্রাণ কোম্পানিতে চাকরি করে আসছিলেন। আসামীর বাড়ি ভিকটিমের মায়ের বাড়ির কাছাকাছি হওয়ায় বিভিন্ন সময় ওই বাড়িতে যাওয়া-আসার মাধ্যমে কথা-বার্তা হত। কথা-বার্তার একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তাদের মধ্যে মোবাইল ফোনে নিয়মিত কথা-বার্তা হত।

একপর্যায়ে গোদাগাড়ী থানার মাটিকাটা ইউপির হরিশংরপুর গ্রামের ভাড়া বাসায় আসামি ভিকটিমের রুমে প্রবেশ করে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। পরবর্তীতে ভিকটিম নিজেই বাদী হয়ে গোদাগাড়ী থানায় ইমরানের নামে মামলা করেন। 

র‌্যাব আরও জানান,গোপন তথ্যের ভিত্তিতে ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।