চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে হারুন এমপির গণপ্রচারণা

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. হারুনূর রশীদ এর পক্ষে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডে ব্যাপক গণপ্রচারণা, পথসভা অনুষ্ঠিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে হারুন এমপির গণপ্রচারণা

বদিউজ্জামান রাজাবাবু স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. হারুনূর রশীদ এর পক্ষে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডে ব্যাপক গণপ্রচারণা, পথসভা অনুষ্ঠিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর শাহনেওয়াজ খান সিনা ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান অনু'র সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সোমবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় ২নং ওয়ার্ডের মন্ডল মার্কেটের সামনে থেকে গণপ্রচারণা শুরু হয়। পরে ওয়ার্ডের প্রধান প্রধান এলাকা প্রদক্ষিণ শেষে ফুড অফিস মোড়  এলাকায় দিনের কর্মসূচি শেষ হয়। এসময় প্রতিটি পাড়া-মহল্লার হাজার হাজার মানুষ ধানের শীষে ভোট দেওয়ার প্রত্যায় ব্যক্ত করেন।

গণপ্রচারণা ও পথসভায় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এডভোকেট ফরিদ আহম্মেদ জনি, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক এডভোকেট এম আব্দুস সালাম তালুকদার,  সেচ্ছাসেবক দলের নেতা এসএম ফিরোজ রশীদ, ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ মোঃ ইউসুফ আলী লাভলু, বিএনপি নেতা শওকত হোসেন এবং বিএনপি, ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবকদল সহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।