চাঁপাইনবাবগঞ্জে ১০টি চোরাই মোটরসাইকেলসহ একজন গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ১০টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ১০টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তি.চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রামের আকালুর ছেলে বারিকুল ইসলাম (৩০)গত শনিবার তাকে গ্রেফতার করা হয়।
রবিবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম.ওয়াসিম ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন।
ওয়াসিম ফিরোজ বলেন,চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বিপিএম-সেবা মহোদয়ের নির্দেশক্রমে এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ মতিউর রহমান এর তত্ত্বাবধানে হরেন্দ্রনাথ দেবদাশের নেতৃত্বে(২৮ জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় এলাকায় একটি আমবাগানের মধ্যে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টাকালে বারিকুল ইসলামকে ধরে ফেলে এবং অন্যরা পালিয়ে যায়। পরে বারিকুল ইসলামের হেফাজতে থাকা রেজিস্ট্রেশনবিহীন একটি কালো-লাল রঙের ডিসকভার ডিটিএস ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।
তিনি আরও বলেন, মোটরসাইকেলের মালিকানা সংক্রান্ত বিষয়ে বারিকুলকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, বেশ কিছুদিন থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদরসহ অন্যান্য উপজেলায় এবং জেলার পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন সময়ে তার সহযোগীরাসহ কয়েকটি মোটরসাইকেল চুরি করেছে। তারা চোরাই মোটরসাইকেল বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করে। ২৮ জুন ডিসকভার ডিটিএস ১২৫ সিসি মোটরসাইকেলটি বিক্রির উদ্দেশ্যে এই আমবাগানে নিয়ে আসে।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন,বারিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদে সে আরও জানা যায়,সে তার সহযোগীরাসহ বেশ কয়েকটি মোটরসাইকেল চুরি করে বিক্রির জন্য শিবগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গায় রেখেছে। পরে তার দেয়া এমন তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের আরও ১০টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এ ব্যাপারে সদর থানায় এসআই হরেন্দ্রনাথ দেবদাশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত করছেন এসআই মো.এনামুল হক।