সাপাহারে বিয়ের দাবীতে প্রেমিকার অনশন-প্রেমিক পলাতক
সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নের হাপানিয়া আন্ধার দিঘি গ্রামে বিয়ের দাবীতে প্রেমিক মোজাহারুল ইসলাম সনী বাড়ির দরজায় বসে অনশন শুরু করে প্রেমিকা মনিরা।

রবিউল আলম সাপাহার নওগাঁ প্রতিনিধিঃ সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নের হাপানিয়া আন্ধার দিঘি গ্রামে বিয়ের দাবীতে গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৪ টা থেকে প্রেমিক মোজাহারুল ইসলাম সনী বাড়ির দরজায় বসে অনশন শুরু করে প্রেমিকা মনিরা।
রাতে স্থানীয় লোকজনের উপস্থিতিতে মেয়েটি তাঁর প্রেমিক সনীর বাড়ীতে টিনের চালার উপর দিয়ে ঢুকে বাড়ীতে অবস্থান নেয়।
এখবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা শুক্রবার বেলা ১২ টার দিকে সনীর বাড়ীতে গেলে পরিচয় জানতে পেরে বাড়ীর দরজা বন্ধ করে দেয় বাড়ীর লোকজন।
অপর দিকে গত রাতেই ছেলেটি বাড়ী ছেড়ে পালিয়ে যায় বলে জানান স্থানীয় লোকজন। তারা দুজনই স্থানীয় ফাজিল মাদরাসার ফাজিল ১ম বর্ষের ছাত্র ছাত্রী বলে জানা গেছে।