দুমকীতে উৎসবমুখর জাতীয় মৎস্য সপ্তাহ
পটুয়াখালীর দুমকীতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন করা হয়েছে

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকীতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন করা হয়েছে।
সোমবার(১৮ আগষ্ট) দুপুরে উপজেলা মৎস্য কর্মকর্তা মু. মাহফুজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ জাকির হোসেন, দুমকী উপজেলা বিএনপির সভাপতি মো: খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম মৃধা,দুমকী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট মহিলা কলেজের অধ্যক্ষ মো. জামাল হোসেন, সরকারি জনতা কলেজের সহকারী অধ্যাপক মো. শহিদুল ইসলাম, পল্লী সেবা সংঘের পরিচালক হোসাইন আহম্মেদ কবির,পীরতলা বনিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহীন,নতুন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ সহিদুল ইসলাম (সহিদ সরদার), প্রেসক্লাব দুমকীর সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ,সুশীল সমাজের নেতৃবৃন্দ,মৎস্যজীবী ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বক্তারা মাছেভাতে বাঙালির পুরনো ঐতিহ্য ধরে রাখতে নিজে এবং সমাজকে সচেতন হওয়ার আহবান জানান। আলোচনা অনুষ্ঠানের পূর্বে উপজেলা চত্ত্বর পুকুরে মাছ অবমুক্তকরন ও সচেতনতামূলক র্যালী অনুষ্ঠিত হয়।