নিতপুর মহিলা আলিম মাদ্রাসা ও দাখিল আলিম মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

নওগাঁর পোরশা উপজেলার নিতপুর মহিলা আলিম মাদ্রাসার ২০২৫ খ্রি. দাখিল ও আলিম পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

নিতপুর মহিলা আলিম মাদ্রাসা ও দাখিল আলিম মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার নওগাঁ: নওগাঁর পোরশা উপজেলার নিতপুর মহিলা আলিম মাদ্রাসার ২০২৫ খ্রি. দাখিল ও আলিম পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় মাদ্রাসার হলরুমে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল করিম। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ সফলতা কামনা করে বলেন, “পরীক্ষা হলো জীবনের একটি ধাপ মাত্র, তবে একাগ্রতা ও পরিশ্রমের মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থী তাদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে।”

বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাধ্যক্ষ মো. ইয়াছিন আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন আরবি শিক্ষক মো. আব্দুল খালেক।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী বক্তব্য প্রদান করেন দশম শ্রেণির শিক্ষার্থী আঙ্গুরী খাতুন এবং বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন উসরাত জামিলা। এ সময় তারা মাদ্রাসার শিক্ষা, শিক্ষক-শিক্ষার্থীদের সম্পর্ক ও তাদের স্মৃতির কথা তুলে ধরে আবেগঘন বক্তব্য দেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক মো. দূরুল হোদা, মোহাম্মদ আলী, তাবারক আলী, সহকারী শিক্ষক মো. তুহিন রেজা, মো. সাদেকুল ইসলামসহ সকল শ্রেণির শিক্ষার্থীবৃন্দ ও মাদ্রাসার অন্যান্য কর্মকর্তারা।

পরে শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল করিম। এ বছর দাখিল থেকে ২০ জন এবং আলিম থেকে ৪০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।