পবিপ্রবি অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপকের বিদায় ও বরণ
পটুয়াখালীর দুমকিতে অগ্রণী ব্যাংক পিএলসি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখার ব্যবস্থাপক মোঃ হুমায়ুন কবীর কে বিদায় সংবর্ধনা ও নব যোগদান কৃত ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান কে বরণ করে নিয়েছেন অগ্রনী ব্যাংক পিএলসি পবিপ্রবি শাখার কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে অগ্রণী ব্যাংক পিএলসি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখার ব্যবস্থাপক মোঃ হুমায়ুন কবীর কে বিদায় সংবর্ধনা ও নব যোগদান কৃত ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান কে বরণ করে নিয়েছেন অগ্রনী ব্যাংক পিএলসি পবিপ্রবি শাখার কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
সোমবার(২৬ মে) বিকেল ৬ টায় অগ্রণী ব্যাংক পিএলসি পবিপ্রবি শাখায় কার্যালয় বিদায় ও বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অগ্রণী ব্যাংক পিএলসি পবিপ্রবি শাখার প্রিন্সিপাল অফিসার মোঃ আনোয়ারুল হাকিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী অগ্রণী ব্যাংক পিএলসি সহকারী মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান এ এম মাজহারুল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবি'র সাবেক রেজিস্ট্রার ড. কামরুল ইসলাম। দুমকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম।এএসএম কলা গাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওয়াহিদুজ্জামান। দুমকি নতুন বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি সার্জেন্ট (অব:) মোঃ ফজলুল হক। দুমকি নতুন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ সহিদুল ইসলাম (সহিদ সরদার)প্রমুখ।
এর আগে বিদায়ী শাখা ব্যবস্থাপক ও নব যোগদান কৃত শাখা ব্যবস্থাপককে ফুলেল শুভেচ্ছা জানানো হয় । বিদায়ী শাখা ব্যবস্থাপক মোঃ হুমায়ুন কবীর আবেগাপ্লুত হয়ে বলেন, আমার দায়িত্ব পালন কালে সবার যে সহযোগিতা ও ভালোবাসা পেয়েছি । তা ভাষায় প্রকাশ করা যাবে না । তিনি যেন আগামীতে গ্রাহকদের আস্থা ও ভালবাসার মধ্যে দিয়ে তার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন এজন্য সকলের নিকট দোয়া কামমনা করেন।
নব যোগদান কৃত শাখা ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান বলেন, আমি আপনাদের মাঝে নতুন । আমি চেষ্টা করবো সকলকে সাথে নিয়ে সামনের দিনগুলো আরো সুন্দর ও কার্যকরী করে গড়ে তুলতে । এ জন্য তিনি সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।
প্রধান অতিথি পটুয়াখালী অঞ্চল প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক এ এম মাজহারুল কবির, উপস্থিত সকলের উদ্দ্যেশ্যে তাঁর বক্তব্যে বলেন, আপনাদের হয়তো একজন ভালো ও কর্মনিষ্ঠ অফিসারকে বিদায় দিতে খুব খারাপ লাগছে । কিন্তু বিদায় একটি স্বাভাবিক প্রক্রিয়া । সেই সাথে নব যোগদান কৃত শাখা ব্যবস্থাপক হিসেবে যাকে পেয়েছেন তিনি একাধারে একজন দক্ষ ব্যাংকার,আপাদমস্তক সামাজিক ও স্মার্ট মানুষ । তিনিও সঠিক ও দ্রুত সেবা প্রদানের মধ্যে দিয়ে এ অঞ্চলের গ্রাহকদের মনে আস্থা অর্জন করতে সক্ষম হবেন বলে প্রত্যাশা রাখি। শেষে বিদায়ী শাখা ব্যবস্থাপককে ক্রেস্ট ও উপহার প্রদান করা হয় ।
অনুষ্ঠানে অগ্রণী ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য অগ্রণী ব্যাংক পিএলসি পবিপ্রবি শাখার বিদায়ী ব্যবস্থাপক মোঃ হুমায়ুন কবীর পটুয়াখালী নতুন বাাজার শাখায় বদলী হয়েছেন এবং বরিশাল বটতলা শাখা থেকে মোঃ মিজানুর রহমান পবিপ্রবি শাখা ব্যবস্থাপক হিসেবে যোগদান করেন।