চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাদকদ্রব্য চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারীকে আটক করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাদকদ্রব্য চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারীকে আটক করা হয়েছে।

আটককৃত মাদক ব্যবসায়ী হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সাত রসিয়া রসুনচক গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে নাজমুল হক (৫৫)।

ডিএনসি'র এক প্রেসনোটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি'র চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের একটি দল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার সাতরসিয়া রসুনচক গ্রামস্থ এলাকায় অভিযান চালায়। এসময় তিন কেজি গাঁজাসহ মাদক কারবারী রসুনচক গ্রামের মো: নাজমুল হক কে গ্রেফতার করা হয়।

এঘটনায় ডিএনসি'র পরিদর্শক, মোঃ রফিকুল ইসলাম মামলার বাদী হয়ে আসামীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা করেন। শিবগঞ্জ থানার মামলার নাং-২৭, তাং:১৮/০৯/২৫ইং। আগামীতেও মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি'র চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান।