রাজশাহীতে গ্রামীণ ট্রাভেলস বাস থেকে মাদক উদ্ধারসহ এক মাদক কারবারী গ্রেফতার
ডিএনসি রাজশাহীর একটি চৌকষ দল রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর বাজারে অভিযান চালিয়ে এ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা দল (ডিএনসি)রাজশাহীর একটি চৌকষ দল রাজশাহী জেলার পুঠিয়ার বানেশ্বর বাজারে অভিযান চালিয়ে এ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমান।
গ্রেফতারকৃত ব্যক্তি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সাহাপাড়া শ্যামপুর এলাকার নুরেশ আলীর ছেলে রেহেসান আলী (৫৪)।
শুক্রবার(২৩ আগস্ট )দুপুর তিনটার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমানের নেতৃত্বে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজার নাটোর হতে রাজশাহীগামী মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রামীণ ট্রাভেলস নামে একটি যাত্রীবাহী বাস থেকে এক হাজার পিস এ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমান জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজার নাটোর হতে রাজশাহীগামী মহাসড়কে চেকপোস্ট বসিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রামীণ ট্রাভেলস নামে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে এক যাত্রীকে তল্লাশী করলে তার কাছ থেকে এক হাজার পিস এ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে