শিবগঞ্জের ধাইনগর ইউনিয়নে কৃষক সমাবেশ
সাধারণের বিভিন্ন সমস্যার কথা শুনেন নেতারা ও সমাধানের জন্য দিকনির্দেশনা মূলক পরামর্শ দেন ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের লিফলেট বিতরণ করেন
 
                                মোঃসামিরুল ইসলাম গোমস্তাপুর প্রতিনিধিঃ বাংলাদেশর সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে সারাদেশে ৩ মাস ব্যাপী চলা ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ১৪ নং ধাইনগর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জানুয়ারি) বিকেল তিনটায় ইউনিয়নের মাঠ প্রাঙ্গণে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
১৪ নং ধাইনগর ইউনিয়নে কৃষক দলের সভাপতি আব্দুল হামিদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশ সভায়, প্রধান অতিথির বক্তব্য দেন জেলা কৃষক দলের আহবায়ক তসিকুল ইসলাম তোসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সাধারণ সম্পাদক উপজেলা বিএনপির সারোয়ার জাহান সেন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি, হারুনার রশিদ, উপজেলা কৃষক দলের সভাপতি, আলহাজ্ব গোলাম কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাবেক সভাপতি ধাই নগর ইউনিয়ন বিএনপি, আব্দুল কায়উম প্রমূখসহ কৃষক দল ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে উপস্থিত জন সাধারণের বিভিন্ন সমস্যার কথা শুনেন নেতারা ও সমাধানের জন্য দিকনির্দেশনা মূলক পরামর্শ দেন ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের লিফলেট বিতরণ করেন।
 
                        



 
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
 
    
 
    
 
    
 
    
 
    
                                        
                                     
    
 
    
 
    
 
    
