চাঁপাইনবাবগঞ্জে গ্রামআদালত বিষয়ে অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা
চাঁপাইনবাবগঞ্জে গ্রামআদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে গ্রামআদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগ ও বাংলাদেশে গ্রামআদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্প এই সমন্বয় সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোলায়মান।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ। এতে বিশেষ অতিথি ছিলেন— সমাজসেবা অদিদপ্তরের উপপরিচালক উম্মে কুলসুম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহিদা আখতারসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
সভা সঞ্চালনা করেন গ্রামআদালত চাঁপাইনবাবগঞ্জ জেলার ম্যানেজার মো. হাফিজ আল আসাদ। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার গ্রামআদালতের অগ্রগতিও তুলে ধরেন।

সভায় গ্রামআদালত আইন ২০০৬ ও সংশোধিত আইন ২০১৩ ও ২০২৪ এর আলোকে প্রান্তিক পর্যায়ে জনগণকে ইউনিয়ন পরিষদের মাধ্যমে গ্রামআদালত সম্পর্কে সচেতনতা প্রদান করার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সমন্বয় সভায় অংশগ্রহণকারীগণ তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের বাস্তবায়নাধীন বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের সময় অংশগ্রহণকারী বা সুবিধাভোগীদের মধ্যে কীভাবে গ্রামআদালত সম্পর্কে ব্যাপক সচেতনতা তৈরি করা যায় তা তুলে ধরেন।



