বিজয়ের চেতনাকে ধারণ করে এগিয়ে চলার অঙ্গীকার-বরিশাল রেঞ্জ কমান্ডার
আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ অর্জন করে বাঙালি জাতির চূড়ান্ত বিজয়
মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ অর্জন করে বাঙালি জাতির চূড়ান্ত বিজয়। লাখো শহীদের আত্মত্যাগ ও অগণিত মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই বিজয় জাতির ইতিহাসে এক অনন্য ও গৌরবোজ্জ্বল অধ্যায়।

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বরিশাল রেঞ্জ যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করেছে।
দিবসের সূচনায় ভোরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বরিশাল রেঞ্জের রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সকাল ৭টা ১৫ মিনিটে বরিশাল শহরের ত্রিশ গোডাউন বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা কমান্ড্যান্ট মোঃ নাহিদ হাসান জনি, বরিশাল সদর আনসার ভিডিপি কর্মকর্তা রাবেয়া সুলতানা নাজমা, উপজেলা প্রশিক্ষকবৃন্দসহ আনসার ব্যাটালিয়ন, সাধারণ আনসার ও ভিডিপি সদস্যরা।
সকাল ৯টায় রেঞ্জ কমান্ডার বরিশাল বেলস্ পার্ক আয়োজিত আনুষ্ঠানিক কুচকাওয়াজে অংশগ্রহণ করেন। পরে সকাল ১১টায় বরিশাল রেঞ্জ কার্যালয়ের সভাকক্ষে বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধান উপদেষ্টার বাণী পাঠ করে শোনানো হয়।
এ সময় রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই দেশপ্রেম, সততা ও দায়িত্ববোধের সঙ্গে নিজ নিজ অবস্থান থেকে দেশের কল্যাণে কাজ করতে হবে। স্বাধীনতার সুফল ধরে রাখতে আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সকলকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

বাদ যোহর বরিশাল রেঞ্জ কার্যালয় মসজিদে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ও শহীদদের আত্মার মাগফিরাত, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য, বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার শান্তি, জাতির সুখ-শান্তি ও সমৃদ্ধি এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উত্তরোত্তর অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, বরিশাল রেঞ্জের আওতাধীন ৬টি জেলা ইউনিট ও পটুয়াখালী আনসার ব্যাটালিয়ন যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে “মহান বিজয় দিবস–২০২৫” উদযাপন করেছে।



