আলমডাঙ্গার হারদিতে সদ্যবিবাহিত প্রেমিকের বাড়িতে কলেজছাত্রী-প্রেমিক উধাও
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা হারদিতে বিয়ের দাবিতে সদ্যবিবাহিত প্রেমিকের বাড়িতে কলেজছাত্রী প্রেমিকার অনশন। বেগতিক দেখে প্রেমিক বাড়িতে উধাও।

মোঃ আসাদুজ্জামান আসাদ চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-চুয়াডাঙ্গার আলমডাঙ্গা হারদিতে বিয়ের দাবিতে সদ্যবিবাহিত প্রেমিকের বাড়িতে কলেজছাত্রী প্রেমিকার অনশন। বেগতিক দেখে প্রেমিক বাড়িতে উধাও।
বুধবার সন্ধ্যায় আলমডাঙ্গা উপজেলার হারদি ইউনিয়নের খালপাড়া গ্রামের মোঃ নুর ইসলামের ছেলে এক সপ্তাহ আগে বিবাহিত শোভন ইসলাম(২২)'র বাড়িতে পাশ্ববর্তী কুষ্টিয়া জেলার মীরপুর থানাধীন কুর্শা গ্রামের এক কলেজছাত্রী হাজির হয়।কলেজ ছাত্রীর উপস্থিত টের পেয়ে শোভন বউ ফেলে বাড়ি থেকে পালিয়ে যায়।ওই কলেজছাত্রী জানান, কয়েক বছর ধরে শোভনের সাথে তার প্রেমের সম্পর্ক। প্রেমের ফাঁদে ফেলে প্রেমিক শোভন তাকে একাধিকবার দেহভোগ করে। এছাড়া প্রেমের সম্পর্ক চলাকালীন তার বড় ভাই বিদেশ থাকায় তার নিকট থেকে প্রায় কয়েক লক্ষাধিক টাকা সুকৌশলে হাতিয়ে নিয়েছে। সম্প্রতি বিষয়টি পরিবার জেনে যায়। এরপর থেকেই শোভনকে বিয়ের জন্য চাপ দিলে সে রাজি হননি। গত ১ সপ্তাহ আগে শোভন গোপনে হারদি এলাকার বাগান পাড়ায় এক যুবতীকে বিয়ে করে।
এ ঘটনাটি মঙ্গলবার ওই যুবতী জানতে পারলে বুধবার সন্ধ্যায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এসে কলেজছাত্রী অনশন শুরু করে। প্রেমিক বিয়ে না করলে সে নিজেকে শেষ করে দেবে বলে জানায়।পরে প্রতিবেশী প্রেমিকাকে অনেক বোঝানোর পরও সে মানতে রাজি হয়নি।