‎নবীগঞ্জে প্রথমবারের পৌর মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার উদ্যোগে প্রথমবারের মতো পৌর মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫ শুক্রবার (১৯ ডিসেম্বর) অনুষ্ঠিত

‎নবীগঞ্জে প্রথমবারের পৌর মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার উদ্যোগে প্রথমবারের মতো পৌর মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫ শুক্রবার (১৯ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা সকাল ১০টা থেকে ১১:৩০ পর্যন্ত নবীগঞ্জ যোগল কিশোর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

‎পৌরসভার ৩য় থেকে ১২ শ্রেণি পর্যন্ত মোট ৭৩৬ জন শিক্ষার্থী পরীক্ষার জন্য আবেদন করেন। উপস্থিত ছিলেন ৫৩৬ জন শিক্ষার্থী, যারা সকল বিষয়েই ১০০ নম্বরের পরীক্ষা দেন। কুয়াশাছন্ন আবহাওয়া উপেক্ষা করেও শিক্ষার্থীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।

‎পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও মেধা বৃত্তি পরীক্ষার কমিটি আহ্বায়ক প্রত্যয় হাশেম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ, উপজেলা মৎস্য অফিসার আসাদ উল্লাহ, পজিব পঃ কর্মকর্তা শাকিল আহমেদ, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা শেখ মো. জালাল উদ্দিন, সহকারী প্রকৌশলী মো. সহিদুল হক, পৌর নির্বাহী কর্মকর্তা আয়েশা বেগম সহ অন্যান্য পৌর কর্মকর্তা ও কর্মচারী।

‎নবীগঞ্জ পৌরসভা সূত্রে জানা গেছে, এ ধরনের বৃত্তি পরীক্ষার মাধ্যমে প্রাথমিকভাবে শহরের শিক্ষার্থীদের মধ্যে প্রতিভা যাচাই করা হবে এবং আগামীতে তাদের শিক্ষাগত সহায়তা নিশ্চিত করা হবে। স্থানীয় শিক্ষাবিদ ও অভিভাবকরা শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করেছেন।