জাতীয় নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জে মাঠে নামছে ১৫ প্লাটুন বিজিবি  

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং সীমান্তবর্তী এলাকায় কড়া নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি

জাতীয় নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জে মাঠে নামছে ১৫ প্লাটুন বিজিবি  

চাঁপাই প্রেস ডেস্ক:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং সীমান্তবর্তী এলাকায় কড়া নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

আজ রবিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১ ফেব্রুয়ারি থেকে সারাদেশের মতো চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে মোতায়েন হতে যাচ্ছে ১৫ প্লাটুন বিজিবি।

সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, বিজিবি নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ। চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে বিজিবির দুটি ব্যাটালিয়ন দায়িত্ব পালন করবে।

এর মধ্যে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের শিবগঞ্জ এলাকায় ৩ প্লাটুন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের ভোলাহাটে ৪ প্লাটুন, নাচোলে ২ প্লাটুন এবং গোমস্তাপুরে ২ প্লাটুনসহ মোট ১১ প্লাটুন সদস্য মোতায়েন করবে।

অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে ১ প্লাটুন রিজার্ভসহ মোট ৪ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করবে। এছাড়াও ৫৩ বিজিবি ব্যাটালিয়ন পার্শ্ববর্তী নাটোর জেলার ৭টি উপজেলায় আরও ১৪ প্লাটুন সদস্য মোতায়েন করবে।

নির্বাচন উপলক্ষে সীমান্ত নিরাপত্তা জোরদারের বিষয়ে অধিনায়ক জানান, চাঁপাইনবাবগঞ্জের গুরুত্বপূর্ণ বিওপিগুলোতে জনবল বৃদ্ধির পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। বডি ওর্ন ক্যামেরা, নাইট ভিশন গগলস এবং বাইনোকুলার ব্যবহার করে টহল জোরদার করার পাশাপাশি জেলা সদর ও বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ১৯টি স্থায়ী ও অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সীমান্ত দিয়ে যাতে কোনো ধরনের চোরাচালান, অস্ত্র ও মাদক পাচার কিংবা অবৈধ অনুপ্রবেশ ঘটিয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিঘ্ন ঘটাতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।