সুজন সুশাসনের জন্য নাগরিক নওগাঁর গোলটেবিল বৈঠক

সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ: নাগরিক ভাবনা শীর্ষক এক গোলটেবিল বৈঠক আজ শুক্রবার ২১ (নভেম্বর) সকাল ৯টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। কার্যক্রমটির আয়োজন করে সুজন সুশাসনের জন্য নাগরিক, নওগাঁ জেলা কমিটি।

সুজন সুশাসনের জন্য নাগরিক নওগাঁর গোলটেবিল বৈঠক

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার : সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ: নাগরিক ভাবনা শীর্ষক এক গোলটেবিল বৈঠক আজ শুক্রবার ২১ (নভেম্বর) সকাল ৯টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। কার্যক্রমটির আয়োজন করে সুজন সুশাসনের জন্য নাগরিক, নওগাঁ জেলা কমিটি।

বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি মো. মোফাজ্জল হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. মোকসেদ আলি। প্রধান অতিথি ছিলেন সুজনের বিভাগীয় সমন্বয়ক মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এরিয়া সমন্বয়ক মো. আসির উদ্দিন।

এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক আহমেদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিনহাজ উদ্দিন।

গোলটেবিল বৈঠকে গণতন্ত্রের বিকাশ, সুশাসন প্রতিষ্ঠা, নাগরিক অংশগ্রহণ বৃদ্ধি এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের অন্যতম রক্ষাকবচ যা একটি সুস্থ রাষ্ট্রব্যবস্থা গঠনে অত্যন্ত জরুরি।