ছায়ানটে হামলার ঘটনায় মামলা-আসামি-৩৫০
সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ভবনে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ৩৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে

সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ভবনে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ৩৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে ছায়ানটের প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ বাদী হয়ে ধানমণ্ডি থানায় মামলাটি করেন।
ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় মামলাটি করা হয়েছে। মামলায় ৩৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
ছায়ানট কর্তৃপক্ষ জানায়, ওসমান হাদির মৃত্যুর খবর এলে রাতে দুর্বৃত্তরা ছায়ানটে হামলা চালায়। এসময় তারা সিসি ক্যামেরা, আসবাবপত্র, তবলা, হারমোনিয়াম, বেহালা ও বিভিন্ন কক্ষ ভাঙচুর করে সেখানে আগুন ধরিয়ে দেয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ডেইলি স্টার, প্রথম আলোর পাশাপাশি ছায়ানটেও হামলা, ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
সূত্র_কালের কন্ঠ




