গোমস্তাপুরে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে

গোমস্তাপুরে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

মো:সামিরুল ইসলাম গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার বিকেলে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমেদের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়।

রহনপুর স্লুইসগেট এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহর প্রদক্ষিন শেষে রহনপুর পুরাতন বাজার নিমতলায় পথসভার মধ্য দিয়ে শেষ হয়। এতে বক্তব্য রাখেন রহনপুর পৌর বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির অন্যতম মনোনয়ন প্রত্যাশী তারিক আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ফারুক আহমেদ, মনিরুল ইসলাম মুনি, জাহিদ হাসান মুক্তা, বদরুজ্জামান দোয়েল,শ্রমিক ফেরদৌস রানা শান্ত, যুবদল নেতা আব্দুল্লাহ,স্বেচ্ছাসেবকদল নেতা আরিফুল ইসলাম, ছাত্রদল নেতা আজিজুল হকসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।