শিবগঞ্জে কলেজ ছাত্রের মানবসেবায় উজ্জ্বল দৃষ্টান্ত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কলেজ ছাত্র রিদয় খান মুনিম গড়ে তুলেছেন মায়া বৃষ্টি ফাউন্ডেশন নামে একটি সেচ্ছাসেবী সংগঠন।
 
                                চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কলেজ ছাত্র রিদয় খান মুনিম গড়ে তুলেছেন মায়া বৃষ্টি ফাউন্ডেশন নামে একটি সেচ্ছাসেবী সংগঠন।

২০২৫ সালে ৫ই মে কলেজ ছাত্র রিদয় খান মুনিম নিজ উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উজিরপুরে মায়া বৃষ্টি ফাউন্ডেশন নামে একটি সেচ্ছাসেবী সংগঠন যাত্রা শুরু করেন।
সেই ফাউন্ডেশন থেকে তিনি নিয়মিত বৃক্ষ রোপণ করা,মাদ্রাসায় কুরআন বিতরণ করা,স্কুল কলেজ গ্রামে গিয়ে কুইজের ব্যবস্থা করে শিশুদের মাঝে বই খাতা কলম তুলে দেওয়া হয়,রাস্তার ধারে জঙ্গল কেটে পরিস্কার করা হয়। মাদক মুক্ত সমাজ গড়তে খেলোয়াড়দের মাঝে ফুটবল ক্রিকেট ব্যাটসহ ইত্যাদি।পাশাপাশি বিনামূল্যে প্রেসার মাপা,ডায়াবেটিস পরীক্ষা করা,রক্তের গ্রুপ নির্ণয় করা ও রোগীদের জন্য রক্ত ব্যবস্থা করে দেন।এছাড়াও সমাজ থেকে বাল্যবিবাহ,মাদক ও দূর্নীতি দূর করতেও কাজ করছেন এই কলেজ ছাত্র রিদয়।

মায়া বৃষ্টি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক রিদয় খান মুনিম তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে চাঁপাই প্রেস'কে বলেন,আগামীতে আমরা আরও সামাজিক কাজ যুক্ত করে সামনের দিকে এগিয়ে যাবো এবং প্রতিটি মানুষের দ্বার প্রান্তে পৌঁছে যাবো ইনশাআল্লাহ
 
                        



 
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
 
    
 
    
 
    
 
    
 
    
                                        
                                     
    
 
    
 
    
 
    
