শিবগঞ্জে গোলাম কিবরিয়া শাওন এর নেতৃত্বে বিজয় দিবস পালন
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে শহীদ মিনারে পুষ্প অর্পণ র্যালিসহ বিভিন্ন কর্মসূচির পালন করা হয়েছে
রিপন আলী শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে শহীদ মিনারে পুষ্প অর্পণ,র্যালিসহ বিভিন্ন কর্মসূচির পালন করা হয়েছে।
১৬ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে চারটায় চাঁপাইনবাবগঞ্জ জেলা জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শাওন এর নেতৃত্বে উপস্থিত ছিলেন কয়েক হাজার নেতা কর্মী।
চাঁপাইনবাবগঞ্জে জেলা জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শাওন, বলেন, আমরা প্রায় ১৭বছর পর বাধাহীনভাবে এই মহান বিজয় দিবস পালন করতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া জানাই এবং ১৯৭১ সালে সকল শহীদের রুহের আত্মার মাগফেরাত কামনা করছি। স্বতঃস্ফূর্ত ভাবে মহান বিজয় দিবসে শিবগঞ্জ উপজেলার সর্বস্থানের জনসাধারণের অংশগ্রহণ করার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সবার মঙ্গল কামনা করছি।