শিবগঞ্জে বিতর্ক প্রতিযোগিতার প্রথম রাউন্ড শেষ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব-২০২৫ এর বিতর্ক প্রতিযোগিতা চলছে
শিবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব-২০২৫ এর বিতর্ক প্রতিযোগিতা চলছে। এতে উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদ ও ১টি পৌরসভার বিতার্কিক দল অংশগ্রহণ করছে।
সোমবার প্রতিযোগিতার প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয়। এতে ৮টি ইউনিয়ন পরিষদের ৮টি বিতার্কিক দল অংশগ্রহণ করে। তার মধ্যে শিবগঞ্জ পৌরসভা বনাম উজিরপুর ইউনিয়ন পরিষদ দলের মধ্যে অনুষ্ঠিত প্রতিযোগিতায় পৌরসভা দল বিজয়ী হয়। অন্যদিকে শ্যামপুর ও দুর্লভপুর ইউনিয়ন পরিষদ দলের মধ্যে অনুষ্ঠিত বিতর্কে বিজয়ী হয় শ্যামপুর, শাহবাজপুর ও দায়পুকুরিয়ার মধ্যে অনুষ্ঠিত বিতর্কে বিজয়ী হয় শাহবাজপুর ইউনিয়ন পরিষদ, বিনোদপুর ও মনাকষা দলের মধ্যে অনুষ্ঠিত বিতর্কে বিজয়ী হয় মনাকষা বিতার্কিক দল।
শিবগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী। স্পিকারের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ। বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. শাহাদাত হোসেন, উপজেলা কৃষি অফিসার নয়ন মিয়া, উপজেলা আইসিটি অফিসার শফিকুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী সুজয় কর্মকারসহ অন্যরা।
প্রতিযোগিতায় বিতার্কিকরা যুক্তি পাল্টা যুক্তির মাধ্যমে মাতিয়ে রাখেন পৌরসভার সম্মেলন কক্ষ।